Country

1 month ago

Delhi Monsoon 2025:স্বস্তির বৃষ্টি দিল্লিতে, ছুটির দিনে মনোরম আবহাওয়া রাজধানীতে

delhi rain update
delhi rain update

 

নয়াদিল্লি, ১৩ জুলাই: স্বস্তির বৃষ্টিতে মনোরম হয়ে উঠল রাজধানী দিল্লি। রবিবার সকাল থেকেই মেঘলা ছিল দিল্লির আকাশ। বেলা গড়াতেই বৃষ্টি শুরু হয় দিল্লির বিভিন্ন অংশে। বৃষ্টির সৌজন্যে ছুটির দিনে আরও মনোরম হয়ে উঠল দিল্লির আবহাওয়া। এদিন কর্তব্যপথ, ফিরোজ শাহ রোড-সহ দিল্লির বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত হয়েছে।

এর আগে শনিবার রাতেও বৃষ্টি হয়েছিল দিল্লিতে। বৃষ্টি থামতেই অস্বস্তি বাড়ে। তবে, রবিবার পুনরায় বৃষ্টি হওয়ায় স্বস্তি পেয়েছেন দিল্লিবাসী। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কিছু দিন রাজধানী দিল্লিতে বৃষ্টিপাত চলবে।

You might also like!