Country

1 month ago

Rain Forecast in Kashmir:২৮ জুলাই পর্যন্ত বৃষ্টিতে ভিজবে কাশ্মীর উপত্যকা, ভূমিধসের প্রবল সম্ভাবনা

Rain Forecast in Kashmir
Rain Forecast in Kashmir

 

শ্রীনগর, ২১ জুলাই: আগামী ২৮ জুলাই পর্যন্ত বৃষ্টিতে ভিজবে জম্মু ও কাশ্মীরে। এই সময়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বিভিন্ন স্থানে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আকস্মিক বন্যা, ভূমিধস এবং ঝুঁকিপূর্ণ স্থানে পাহাড় থেকে পাথর গড়িয়ে আসার সম্ভাবনা রয়েছে। ২৪ জুলাই পর্যন্ত জম্মু ও কাশ্মীরের আবহাওয়া সাধারণত মেঘলা থাকবে এবং মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি অনেক জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। জম্মু ও কাশ্মীরের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে।

২৫ থেকে ২৮ জুলাই পর্যন্ত জম্মু ও কাশ্মীরের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে, অনেক জায়গায় গরম ও আর্দ্র আবহাওয়া থাকবে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে অল্প সময়ের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৪ জুলাই পর্যন্ত কৃষকদের কৃষিকাজ বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

You might also like!