Country

2 months ago

Heavy Rains Lash Madhya Pradesh: মধ্যপ্রদেশে বৃষ্টির দাপট, ৩৫ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা

Heavy Rains Lash Madhya Pradesh
Heavy Rains Lash Madhya Pradesh

 

ভোপাল, ৯ জুলাই : টানা বৃষ্টিতে বিপর্যস্ত মধ্যপ্রদেশ রাজ্যের বহু জেলায় তৈরি হয়েছে বন্যার পরিস্থিতি। ইতিমধ্যেই বুধবার ৩৫টি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে নর্মদা নদী বিপদসীমার উপর দিয়ে বয়ে চলেছে। একাধিক জেলায় রাস্তা জলের তলায়। বুধবার আবহাওয়া অফিস জানাচ্ছে, ১২ জুলাই পর্যন্ত রাজ্যের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। এদিকে, অতিবৃষ্টিতে রাজ্যের গড় বৃষ্টিপাত ইতিমধ্যেই স্বাভাবিকের থেকে ৭৪ শতাংশ বেশি। নদীগুলির জলস্তর হু হু করে বাড়ছে। টিকমগড়ে ধসান নদীর বাঁধ, দামোহে সাতধারু বাঁধ, বেতুলে সতপুড়া বাঁধের একাধিক গেট খুলে দেওয়া হয়েছে। ফলে আরও জল ঢুকছে জনবসতিতে। এক আবহবিদ জানান, সক্রিয় ঘূর্ণাবর্তনের জেরে মধ্যপ্রদেশ রাজ্যে এই প্রবল বৃষ্টিপাত চলছে। আগামী কয়েকদিন এই প্রবণতা বজায় থাকবে। প্রশাসনের তরফে নদীর ধারে ও নিচু এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।


You might also like!