Country

1 month ago

Ajit Doval: আইআইটি মাদ্রাজের সমাবর্তন অনুষ্ঠানে অপারেশন সিঁদুরের সাফল্যের ব্যাখ্যা ডোভালের

Ajit Doval
Ajit Doval

 

চেন্নাই, ১১ জুলাই : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বলেছেন, অপারেশন সিঁদুরের সাফল্যের ক্ষেত্রে ভারতের নিজস্ব প্রযুক্তি প্রয়োগ বিশেষভাবে উল্লেখযোগ্য। এর ফলে সফলভাবে আক্রমণ করতে সক্ষম হয়েছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। আইআইটি মাদ্রাজের ৬২-তম সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়ে ডোভাল এই মন্তব্য করেন। অপারেশন সিঁদুরে ব্রহ্মস এর মত প্রযুক্তির ব্যবহারের গুরুত্বকেও জোর দেন তিনি।

শুক্রবার আইআইটি মাদ্রাজের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়ে অপারেশন সিঁদুর প্রসঙ্গে ডোভাল বলেন, দেশীয় প্রযুক্তিকে সামরিক কাজে ব্যবহারের উৎকৃষ্ট উদাহরণ এই অভিযান। ব্রহ্মস ক্ষেপণাস্ত্র থেকে আকাশ নিরাপত্তা ব্যবস্থা যা কিছু আমরা ব্যবহার করেছি সবই আমাদের নিজস্ব। আমরা ৯টি জঙ্গিঘাঁটিকে নিশানা করেছিলাম। মাত্র ২৩ মিনিটের অপারেশনে নির্ভুল লক্ষ্যে প্রতিটি ধ্বংস করেছি। ডোভাল বলেছেন, বিদেশি সংবাদমাধ্যমগুলি অপারেশন সিঁদুর সম্পর্কে মিথ্যা খবর ছড়িয়েছে। বিদেশি সংবাদমাধ্যমকে নিশানা করে তিনি বলেন, আপনারা কেউ একটি ছবি প্রকাশ্যে এনে প্রমাণ করুন ভারতের কোনও ক্ষতি হয়েছে। ডোভাল বলেছেন, প্রযুক্তি এবং যুদ্ধের মধ্যে সম্পর্ক সর্বদা গুরুত্বপূর্ণ। আমরা অপারেশন সিঁদুর নিয়ে গর্বিত। আমরা গর্বিত যে আমরা এই অপারেশনের সময় দেশীয় প্রযুক্তি ব্যবহার করেছি। আমরা সীমান্তের ওপারে ৯টি পাকিস্তানি ঘাঁটিতে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এর মধ্যে সীমান্ত এলাকায় একটিও ঘাঁটি ছিল না। আমাদের সমস্ত টার্গেট সঠিক ছিল। আমরা কেবল সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করেছি।

You might also like!