Country

1 month ago

Nepali Literature Tribute:নেপালি কবি ভানুভক্তের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

bhanubhakta acharya tribute
bhanubhakta acharya tribute

 

কলকাতা, ১৩ জুলাই : নেপালি কবি ভানুভক্ত আচার্যের জন্মবার্ষিকী উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে । কিংবদন্তী ওই কবির প্রতি শ্রদ্ধা জানাতে রবিবার এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি জানান, নেপালি সাহিত্য এবং সমাজের প্রতি অসামান্য অবদানের জন্য তিনি চিরস্মরণীয়। মুখ্যমন্ত্রী আরও জানান, নেপালি ভাষাভাষীর মানুষের কাছে বিশ্ব জুড়েই সমাদৃত ছিলেন তিনি। নেপালি ওই কবি যে শুধু মাত্র নেপালি মানুষের জন্যে সুবক্তা ছিলেন তিনি তাই নয় সর্বস্তরের কাছেই খ্যাতির শীর্ষে এবং আমাদের কাছেও সমান জনপ্রিয় ছিলেন।

You might also like!