Country

1 month ago

Delhi Security Alert: দিল্লির ২০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি, তল্লাশিতে মিললো না সন্দেহজনক কিছুই

Delhi school bomb threat
Delhi school bomb threat

 

নয়াদিল্লি, ১৮ জুলাই : শুক্রবার দিল্লির ২০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ভয়ের আবহে শিক্ষার্থীদের স্কুল প্রাঙ্গন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই নিয়ে চলতি সপ্তাহেই রাজধানীর ৩০টি স্কুলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল। স্বাভাবিকভাবেই রাজধানীর স্কুলগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

জানা গেছে, শুক্রবার সকালে একে একে ২০টি স্কুলে বোমা মারার হুমকি দেওয়া হয়। এই নিয়ে চলতি সপ্তাহে ৪ দিনে রাজধানীর ৩০টি স্কুল হুমকি পেল। এদিন যে স্কুলগুলিতে হুমকি দেওয়া হয় সেগুলির মধ্যে রিচমন্ড গ্লোবাল স্কুল, অভিনব পাবলিক স্কুলের মতো প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান। একটি কলেজেও এদিন বোমা মারার হুমকি দেওয়া হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ, বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড এবং সাইবার বিশেষজ্ঞ দল। স্কুলগুলি খালি করে শুরু হয় তল্লাশি অভিযান। তবে চিরুনি তল্লাশির পরও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

You might also like!