Country

1 month ago

Amarnath Yatra 2025: নির্বিঘ্নেই চলছে অমরনাথ যাত্রা,আস্থা, সুরক্ষা ও সুবিধার এক অদ্ভুত সঙ্গম

Amarnath Yatra 2025
Amarnath Yatra 2025

 

শ্রীনগর, ১২ জুলাই : বার্ষিক অমরনাথ যাত্রা নির্বিঘ্নে ও মসৃণভাবেই চলছে। আস্থা, সুরক্ষা ও সুবিধার এক অদ্ভুত সঙ্গম হল এই অমরনাথ যাত্রা। 'ভোলে বাবা পার করেগা' এই বিশ্বাস নিয়ে অমরনাথের পবিত্র গুহার উদ্দেশ্যে এগিয়ে চলেছেন ভক্তরা। শনিবার ভোরে অমরনাথের উদ্দেশ্যে রওনা হয়েছে পুণ্যার্থীদের আরও একটি দল। এদিন ভোরে পহেলগামের নুনওয়ান বেস ক্যাম্প থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা হয়েছে পুণ্যার্থীদের দশমতম দল। এই দলে থাকা এক ভক্ত বলেছেন, "আমরা প্রথমবারের মতো দর্শন করতে এসেছি। দারুন লাগছে। ব্যবস্থা খুবই ভালো, আমাদের কোনও অসুবিধা হয়নি। আবহাওয়াও খুব মনোরম।" অপর এক পুণ্যার্থী বলেছেন, "এখানে এসে দারুন লাগছে, এখানকার ব্যবস্থা খুব ভালো।"

You might also like!