Country

1 month ago

Amarnath Yatra:দুর্ঘটনার কবলে অমরনাথের তীর্থযাত্রীদের গাড়ি, আহতের সংখ্যা বেড়ে ৮

Jammu Kashmir accident
Jammu Kashmir accident

 

উধমপুর, ১৮ জুলাই : দুর্ঘটনার কবলে পড়লো অমরনাথ যাত্রার তীর্থযাত্রীদের গাড়ি। শুক্রবার সকালে জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার বাটাল বালিয়ানের কাছে একটি ট্রাক ও ওই তীর্থযাত্রীদের গাড়ির মধ্যে ধাক্কা লাগে। তাতে আহত তীর্থযাত্রীদের সংখ্যা বেড়ে হয়েছে ৮ ।

পুলিশ জানিয়েছে, গাড়িটিতে ৮ জন ছিলেন, তাঁদের মধ্যে ৫ জনকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।আর অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়। তিনি আরও জানান, ট্রাক চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

You might also like!