Cooking

2 years ago

Cooking Tips : ঝোলে জল বেশি হয়ে গিয়েছে?চট জলদি ঝোল গাড় করতে চান, জেনে নিন এই সহজ টিপস

How to Thick Your Curry
How to Thick Your Curry

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সকালের তারাহুড়োতে থোড়-বড়ি খাড়া করতে গিয়ে বে-খেয়ালে ঝপাস করে তরকারিতে বেশি জল দিয়ে ফেলেছেন, ওদিকে বেড়োনোর তাড়া রয়েছে কী ভাবে কী ম্যানেজ করবেন বুঝতে পারছেন না? তরকারির জল শুকনো হতে হতে রান্না নষ্ট হবার ভয় পাচ্ছেন ? তবে ঝোল গাড় করার কিছু সহজ টোটকা রইল আপনার জন্য, এতে রান্নার টেস্ট ও বাড়বে আর নিমেশে ঝোল গাড় ও হবে। 

১/ গরমজলে জল আন্দাজে বেসন গুলে ঝোলে মেসাতে পারেন ভাল কাজ দেবে

২/ টমেটো পিষে এর ক্বাত্থ মিশিয়ে দিন ঝোলে, এতে আপনার ঝোল গাড় হবার সাথে সাথে রান্নার টেস্ট ও বাড়বে 

৩/ ১/২ কাপ জলে ১ চামচ কর্ন স্টার্চ মেশান,তার পর সেই মিশ্রণ মেশান রান্নার ঝোলে৷ বেশি আঁচে ভাল করে নেড়ে মিশিয়ে নিন৷ এতে সহজেই ঝোল ঘন হয়ে যাবে৷ 

৪/জলে ভিজিয়ে রেখে কাজুবাদামের পেস্ট করে নিন , এবার ঝোলে মেশান ভাল কাজ দেবে। 

You might also like!