Cooking

2 years ago

Fish Patishapta Recipe:ভেটকি মাছের পাটিসাপটা, একবার খেলে মুখে লেগে থাকবে স্বাদ

RECIPE
RECIPE

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কথায় আছে মাছে ভাতে বাঙালি মাছ চিরকালই বাঙালির ভীষণ প্রিয় মাছ খেতে ভালবাসেন না এমন মানুষ খুব কমই আছে তাই এবার মাছের ভিন স্বাদ পেতে বানিয়ে ফেলুন লোভনীয় মাছের পাটিসাপটা

 

উপকরণ

৫০০ গ্রাম ভেটকি ফিলে

২টি ডিম

ময়দা

সুজি

২টি সেদ্ধ আলু

১টি পেঁয়াজ কুচি

১চামচ রসুন বাটা

১চামচ আদা বাটা

কাঁচা লঙ্কা কুচি

দুচা চামচ কাজু বাদাম বাটা

কিশমিশ

গরম মশলা

লাল লঙ্কা গুঁড়ো

ঘি সামান্য

পরিমাণ মতো সাদা তেল

স্বাদমতো চিনি নুন

লেবুর রস

 

পদ্ধতি

মাছের ফিলেটি নুন লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন তারপর সেদ্ধ করে নিন এর পর কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচিগুলি সোনালি করে ভেজে নিন এতে আদা রসুন বাটা, কাজু বাটা দিয়ে কষিয়েনিয়ে মাছ, নুন, লঙ্কা গুঁড়ো কিশমিশ দিয়ে দিন ভাজা হয়ে গেলে গরম মশলা নামিয়ে দিয়ে নামিয়ে নিন

 

পাটিসাপটা বানানোর জন্য সুজি এক ঘণ্টা দুধে ভিজিয়ে রাখুন আলাদা একটি পাত্রে ময়দা, ডিম, নুন একসঙ্গে ফেটিয়ে এই মিশ্রণে সুজি মিশিয়ে একটি ঘন গোলা তৈরি করে নিন এবার চাটুতে সাদা তেল লাগিয়ে মিশ্রণটি ছড়িয়ে দিন মাঝখানে মাছের পুর দিয়ে পাটিসাপটা গড়ে নিন গরম গরম পরিবেশন করুন ভেটকি মাছের পাটিসাপটা

You might also like!