Breaking News
 
Raj Chakroborty : বিচ্ছেদ নিয়ে খোলাখুলি রাজ, বললেন ‘ভাবতেই পারিনি’ Pakistan India: ‘ভারতকে শিক্ষা দিতে প্রস্তুত’—আমেরিকায় দাঁড়িয়ে পরমাণু যুদ্ধের বার্তা দিলেন পাক সেনাপ্রধান! Kunal Ghosh: ‘ঠান্ডা মাথায় অপরাধমূলক অপপ্রচার’, CBI-র সঙ্গে ‘সেটিং’—অভয়ার বাবাকে কুণাল ঘোষের বার্তা Rahul Gandhi: জ্ঞান হারালেন মহুয়া, গ্রেপ্তার রাহুল-প্রিয়াঙ্কা-খাড়গে! বিরোধীদের কমিশন ঘেরাওয়ে দিল্লিতে তুমুল উত্তেজনা Gaza Strike: আল-শিফা হাসপাতালের কাছে ইজরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত,করসপনডেন্টকে সন্ত্রাসী তকমা! India Bloc MPs' EC March: দিল্লির পথে ইন্ডিয়া জোটের বিক্ষোভ মিছিল, ব্যারিকেড টপকালেন মহুয়া-অখিলেশ, রাস্তায় ধর্নায় রাহুল!

 

Business

1 year ago

Income Tax: জানুয়ারিতে কোন কোন তারিখ করদাতাদের জন্য গুরুত্বপূর্ণ?

Income Tax
Income Tax

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃকরদাতাদের জন্য 2024 সালের এই প্রথম মাসেও রয়েছে একাধিক আয়কর সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ। জানুয়ারি মাসে কোন কোন তারিখে আয়কর রিটার্ন সংক্রান্ত কী পদক্ষেপ গ্রহণ করবেন? সম্পূর্ণ তালিকা রইল নিম্নলিখিত-

2024 সালের জানুয়ারি মাসের জন্য আয়কর সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ:

7 জানুয়ারি: চলতি বছরের প্রথম মাসে করদাতাদের জন্য আয়কর সংক্রান্ত প্রথম গুরুত্বপূর্ণ তারিখ হল 7 জানুয়ারি। এটি 2023 সালের ডিসেম্বর মাসের জন্য ট্যাক্স ডিডাকটারদের ক্ষেত্রে ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স (TDS) এবং ট্যাক্স কলেকটেড অ্যাট সোর্স জমা করার নির্ধারিত তারিখ। এছাড়াও এই তারিখটি ধারা 192 (বেতন প্রদানের জন্য), ধারা 194A (নিরাপত্তার বিপরীতে প্রদান করা সুদ ছাড়া অন্যান্য সুদ), ধারা 149D (ইন্সুরেন্স কমিশনের জন্য প্রদত্ত টিসিএস বা টিডিএস) এবং ধারা 149H (কমিশন ও ব্রোকারেজ) –এর অধীনে 2023 সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের সময়সীমার জন্য ডিডাকটারকাদের ক্ষেত্রে টিডিএস জমা করার শেষ তারিখ।

14 জানুয়ারি: এই তারিখটি বেশ কয়েকটি ধারার অধীনে ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স বা টিডিএস সার্টিফিকেট ইস্যু করার নির্ধারিত তারিখ। এই ক্ষেত্রে প্রযোজ্য ধারাগুলি হল ধারা 194-IA (কৃষি জমি ছাড়া অন্যান্য স্থাবর সম্পত্তি কেনার জন্য প্রদান করা অর্থের উপর প্রযোজ্য টিডিএস), ধারা 194-IB (50,000 টাকার বেশি মাসিক ভাড়ার উপর ধার্য টিডিএস) এবং ধারা 194M (চুক্তিভিত্তিক কাজের জন্য প্রদান করা অর্থের উপর ধার্য টিডিএস)।

15 জানুয়ারি: 2023 সালের ডিসেম্বর মাসের 31 তারিখে শেষ হওয়া ত্রৈমাসিকের জন্য জমা দেওয়া টিসিএস-এর ত্রৈমাসিক স্টেটমেন্ট ফাইল করার শেষ তারিখ। এছাড়াও এই একই তারিখটি 2023 সালের অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকের মধ্যে প্রাপ্ত ফর্ম 15G বা ফর্ম 15H ঘোষণাপত্র প্রদান করার শেষ তারিখ। যদিও আয়কর দফতরের পক্ষ থেকে শূন্য টিডিএস-এর জন্য ফর্ম 15G বা ফর্ম 15H জমা করার জন্য কোন নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি। তবে, যখনই কোন ব্যক্তি একটি ব্যাঙ্ক, কোম্পানি বা অন্য কোন আর্থিক প্রতিষ্ঠানে ফর্ম 15G বা ফর্ম 15H জমা দেন, তখন এই প্রসঙ্গে আয়কর বিভাগের কাছে জানানো বাধ্যতামূলক।

30 জানুয়ারি: 2023 সালের 31 ডিসেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকের জন্য সংগৃহীত করের ক্ষেত্রে এটি টিসিএস সার্টিফিকেট ইস্যু করার শেষ দিন। এছাড়াও এটি 2023 সালের ডিসেম্বর মাসের জন্য ধারা 194-IA, ধারা 194-IB এবং ধারা 194M –এর অধীনে কেটে নেওয়া টিডিএস-এর চালান বিবৃতি দাখিল করার নির্ধারিত শেষ তারিখ।

You might also like!