দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সঠিক সোনার দাম বিনিয়োগকারীদের বিনিয়োগে সাহায্য করে আবার নিছক ব্যবহারের জন্য এই মূল্যবান ধাতু কেনার ক্ষেত্রে সাহায্য করে। তাই ধাতুর দাম জানা থাকলে সেক্ষেত্রে সুবিধা আপনার। তাই দেখে নেওয়া যাক কিরকম সোনার দাম বাজারে ঠিক কি?
কলকাতায় সোনার দাম, বুধবার (২১ জুন, ২০২৩)
১ গ্রাম পাকা সোনার বাট (৯৯৫০/ ২৪ ক্যাঃ ১০ গ্রাম) ৫৯৮০ টাকা এবং ১০ গ্রাম ৫৯৮০০ টাকা।
১ গ্রাম খুচরো পাকা সোনা (৯৯৫০/ ২৪ ক্যাঃ ১০ গ্রাম) ৬০১০ টাকা এবং ১০ গ্রাম ৬০১০০ টাকা।
১ গ্রাম হলমার্ক সোনার গহনা (৯১৬/ ২২ ক্যাঃ ১০ গ্রাম) ৫৭১৫ টাকা এবং ১০ গ্রাম ৫৭১৫০ টাকা।