দার্জিলিং, ৮ অক্টোবর : উত্তরবঙ্গের বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের পর তিন দিন অতিক্রান্ত। নতুন করে আর বৃষ্টি না-হওয়ায় বিপর্যস্ত এলাকার পরিস্থিতির অবনতি হয়নি। তবে ধসের কারণে এখনও পাহাড়ের বহু রাস্তা বন্ধ। ঘুরপথেই চলছে যাতায়াত। ভাঙা সেতু মেরামতিও চলছে। এরইমধ্যে স্বস্তির বিষয় হল, উত্তরবঙ্গে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। পরিস্থিতি উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গেই দার্জিলিং-এ আটকে থাকা পর্যটকেরা নামতে শুরু করেন। নতুন করে দুর্যোগের শঙ্কা কাটিয়ে দার্জিলিং আবারও নিজের পুরনো রূপে ফিরছে। আকাশে মেঘের ঘনঘটা তেমন নেই। উল্লেখ্য, তবে এই দুর্যোগে এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলের পর থেকে নতুন কোনও দেহ উদ্ধার হয়নি।