West Bengal

2 weeks ago

Cyber fraud case: ডিজিটাল গ্রেফতারি এবং বিনিয়োগ প্রতারণার মামলায় সাফল্যের দাবি হাওড়া সিটি পুলিশের

Howrah City Police claims success in digital arrest
Howrah City Police claims success in digital arrest

 

হাওড়া, ১৮ জুলাই : হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম থানা দুটি বড় মামলায় বড় সাফল্য পেয়েছে। এই বিষয়ে বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে হাওড়া সিটি পুলিশ। হাওড়া সিটি পুলিশের তরফে জানানো হয়েছে, একটি ডিজিটাল গ্রেফতারের অভিযোগ ছিল এবং আরেকটি বিনিয়োগ প্রতারণা। সম্প্রতি সাইবার ক্রাইম থানার একটি দল দিল্লি এবং কানপুর, উত্তর প্রদেশে অভিযান চালিয়েছে এবং এই প্রতারণাগুলির সঙ্গে জড়িত দুই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে প্রতারণায় ব্যাবহৃত মোবাইল ও সিম কার্ড। বর্তমানে ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত চলছে এবং খতিয়ে দেখা হচ্ছে এই প্রতারণাগুলির সঙ্গে আরও কারা জড়িত আছে।


You might also like!