West Bengal

3 weeks ago

East Midnapore:খেজুরিতে শুনশান রাস্তা; বন্ধ দোকানপাট, চলছে পুলিশি নজরদারি

eserted streets today
eserted streets today

 

খেজুরি, ১৪ জুলাই : পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে জলসায় দু'জনের রহস্যমৃত্যু ঘিরে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। এই ঘটনায় অভিযুক্তরা এখনও অধরা। অন্যদিকে, তৃণমূলকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার খেজুরি বনধের ডাক দিয়েছে বিজেপি। বনধের প্রভাবও দেখা গিয়েছে। সকাল থেকে এদিন খেজুরিতে শুনশান রাস্তা, দোকানপাট বন্ধ। মোড়ে মোড়ে চলছে পুলিশের টহলদারি।

স্থানীয় সূত্রে খবর, গত শুক্রবার খেজুরির ভাঙনমারিতে অনুষ্ঠান দেখতে গিয়ে রহস্যমৃত্যু হয় স্থানীয় বাসিন্দা বছর তেইশের সুজিত দাস ও পঞ্চাশোর্ধ্ব সুধীরচন্দ্র পাইকের। খুনের অভিযোগ তোলে মৃতের পরিবার। তৃণমূলের খেজুরি দু'নম্বর ব্লকের সভাপতি সমুদ্ভব দাস-সহ মোট ১৭ জনের বিরুদ্ধে দু'টি পৃথক অভিযোগ দায়ের হয়েছে। যদিও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিরোধী দলনেতার দাবি, ওই দু'জনকে খুন করা হয়েছে।

You might also like!