West Bengal

3 weeks ago

Bharat Bandh Today: শিলিগুড়িতে বাস চলাচল বন্ধ, দক্ষিণ দিনাজপুরে ধরপাকড়

Bharat Bandh Today
Bharat Bandh Today

 

শিলিগুড়ি, ৯ জুলাই : শিলিগুড়িতে 'ভারত বনধ'-এর প্রভাব লক্ষ্য কে গিয়েছে। ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং তাদের সহযোগী সংগঠনের যৌথ ফোরামের ডাকা 'ভারত বনধ'-এর প্রভাব শিলিগুড়িতে দেখা গিয়েছে, বুধবার সকাল থেকে শিলিগুড়িতে রাষ্ট্র পরিচালিত বাস চলাচলে প্রভাব পড়েছে। এদিকে, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ডাকে দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ দিনাজপুর জেলা সদর বালুরঘাটে। সকাল ৬টা থেকেই পথ অবরোধ শুরু হয় শহরে। বালুরঘাট শহরের সরকারি বাসস্ট্যান্ডের সামনে সকাল থেকেই বামপন্থী কর্মী সমর্থকেরা রাস্তায় পিকেটিং করেছেন। অবরোধ করা হয়েছে বালুরঘাট-মালদা রাজ্য সড়ক। অবরোধের কারণে আটকে পড়ে দূরপাল্লার বাস। অবশ্য পুলিশ প্রশাসনের তাৎপরতায় পরে দূরপাল্লার বাসগুলিকে ছেড়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ও র‍্যাফ মোতায়েন করা হয়েছে। বেসরকারি পরিবহণ পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। সকাল থেকে বালুরঘাটে চার জন বনধ সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।


You might also like!