West Bengal

2 weeks ago

Bangladeshi arrested: ভারত-নেপাল সীমান্ত থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

Bangladeshi infiltrator arrested at India-Nepal border
Bangladeshi infiltrator arrested at India-Nepal border

 

শিলিগুড়ি, ১৮ জুলাই  : শিলিগুড়ি জেলার পানিট্যাঙ্কি ভারত-নেপাল সীমান্ত থেকে সশস্ত্র সীমা বল (এসএসবি) এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে। ধৃত বাংলাদেশি নাগরিকের নাম মহন্ত বর্মণ। তিনি বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের বাসিন্দা। এসএসবি পরবর্তী পদক্ষেপের জন্য ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খড়িবাড়ি পুলিশের কাছে হস্তান্তর করেছে। সূত্র মতে, সীমান্তে টহল দেওয়ার সময় এসএসবি একজন ব্যক্তিকে সন্দহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখতে পায়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করার সময়, তার বক্তব্যে অসঙ্গতি দেখা দেয়, তাই এসএসবি তাকে হেফাজতে নেয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বাংলাদেশি পরিচয়পত্র, ভারতীয় আধার এবং প্যান কার্ড উদ্ধার করা হয়। জানা গেছে, ধৃত ব্যক্তি হলদিবাড়ি হয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং প্রায় ১১ মাস ধরে ভারতে বসবাস করছিলেন। পরে এসএসবি তাকে খোড়িবাড়ি পুলিশের কাছে হস্তান্তর করে। খড়িবাড়ি পুলিশ পরবর্তী পদক্ষেপ নিতে শুরু করেছে।


You might also like!