Breaking News
 
JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী! Karachi aerial firing: স্বাধীনতা দিবসের আনন্দে শূন্যে গুলি, করাচিতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ৬৪! Bengal Metro Expansion: একসঙ্গে তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন, কলকাতায় মোদি সফরের দিনক্ষণ চূড়ান্ত! Kolkata Metro: নোয়াপাড়া-বারাসত মেট্রোর পথে বড় পদক্ষেপ, শুরু হচ্ছে সয়েল টেস্টিং – আশার আলো উত্তর শহরতলিতে!

 

Tripura

9 months ago

রাজ্যের অর্থনীতি কৃষি ছাড়াও রাবার, বাঁশ, প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল : মুখ্যমন্ত্রী

Dr. Manik Saha
Dr. Manik Saha

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- রাজ্যের অর্থনীতি কৃষি ছাড়াও রাবার, বাঁশ, প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল। এগুলিকে কাজে লাগিয়ে শিল্প বিকাশের লক্ষ্যে সরকার কাজ করছে।  মুখ্যমন্ত্রী সরকারি আবাসে রাজ্য সফররত ছত্রিশগড়ের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন।

মুখ্যমন্ত্রী সফররত সাংবাদিকদের জানান, মানুষের আর্থ সামাজিক বিকাশে রাজ্য সরকার এমএসএমই সেক্টর, পর্যটন, তথ্য প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং স্বনির্ভরতার উপর বিশেষ জোর দিয়ে কাজ করছে। তিনি রাজ্য সরকারের উন্নয়নের অভিমুখ সমূহ তাদের সামনে তুলে ধরে বলেন, রাজ্যে পর্যটনের প্রভূত সম্ভাবনা রয়েছে। এর থেকে কর্মসংস্থান সৃষ্টি ও রোজগারের যথেষ্ট সুযোগ রয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় প্রাকৃতিক রাবার উৎপাদক রাজ্য। এছাড়াও এখানে বাঁশ থেকে ধূপকঠির শলাকা উৎপাদন হয় যা সারা দেশের চাহিদার ৬০শতাংশ পূরণ করছে। এছাড়াও এখানে বাঁশবেত শিল্পকে প্রাধান্য দেওয়ার জন্য ব্যাম্বু পার্ক, কমন ফেসিলিটি সেন্টার, ডিজাইন এন্ড প্রোডাকশন ডেভেলপমেন্ট সেল গড়ে তোলা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের জনজাতিদের উন্নয়ন রাজ্য সরকারের অন্যতম অগ্রাধিকারের ক্ষেত্র। জনজাতিদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ জারি রয়েছে। এই প্রসঙ্গে তিনি জনজাতিদের শিক্ষার উন্নয়নে ছাত্রছাত্রীদের মধ্যে স্টাইপেন্ড প্রদান, কোচিং সেন্টার চালু, ম্যারিট অ্যাওয়ার্ড প্রদান, আর্থিক সহায়তা, গুণগত শিক্ষার বিকাশ, একলব্য মডেল বিদ্যালয় স্থাপন সহ বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় জনজাতি এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরেন।

উল্লেখ্য, ছত্রিশগড় থেকে ১৪ জন সাংবাদিক ২২ অক্টোবর আগরতলায় আসেন এবং রাজ্যের বিভিন্ন এলাকা সফর করেন। তারা রাজ্যের জনগণের জীবনযাত্রার এবং পরিকাঠামোগত উন্নয়নের বিষয়ে বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং রাজ্য সরকারের রূপায়িত কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন।

You might also like!