কলকাতা, ১২ জানুয়ারি: কলকাতা সহ রাজ্য জুড়ে ২৪ ঘণ্টার মধ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমেছে। যার ফলে শুক্রবার সকালে জাঁকিয়ে শীত শহর থেকে জেলায়।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিনে আরও নেমে যাবে পারদ। মোটের উপর এবছর মকর সংক্রান্তির আগেই হাড়কাঁপানো শীতের পরশ মেলার জোরালো ইঙ্গিত রয়েছে। শুক্রবার আবহাওয়া দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, কলকাতায় রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা ১৮.০১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। একদিন আগে এটি ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রাও ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া সহ রাজ্যের অন্যান্য অংশেও তাপমাত্রা কমেছে, যার কারণে মকর সংক্রান্তির আগে আবার শীত বেড়েছে। তবে জাঁকিয়ে ঠান্ডার পাশাপাশি আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় থাকবে কুয়াশার দাপট। পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং-এ ইতিমধ্যেই ঠান্ডা বাড়ছে। আগামী কযেকদিনে কুয়াশার দাপট থাকবে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুযার জেলায় ।