নয়াদিল্লি, ২১ ডিসেম্বর : জাতীয় দতন্তকারী সংস্থা (সিবিআই) পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি মামলার অনিয়মের তদন্তের অগ্রগতি সম্পর্কে কলকাতা হাইকোর্টের একক বিচারপতির বেঞ্চে একটি রিপোর্ট জমা দিয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে সিল করা খামে এই রিপোর্ট জমা দেন সিবিআইয়ের আইনজীবী। একই বেঞ্চে মামলার পরবর্তী শুনানি হবে ৪ জানুয়ারি।
এই কেলেঙ্কারির মূল্য প্রায় ৩৫০ কোটি টাকা। ২০১৪ সালে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি হয়। সেই সময় পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ করছিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। ২০১৬ সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। সেই সময় পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়।