কলকাতা : আর ঠিক একদিন পরেই বড়দিন। উৎসবের মরশুমে সেজে উঠছে কলকাতা। রাস্তায় রাস্তায় আলো ঝলমল করছে। বিভিন্ন রঙের আলোয় মায়াবী রূপ নিচ্ছে রাতের কলকাতা। রবিবার থেকেই মানুষের ঢল নামবে পার্কস্ট্রিট এলাকা। বলা চলে, যার জেরে প্রতিবছরই প্রায় স্তব্ধ হয়ে যায় ওই এলাকার যান চলাচল।
এর প্রেক্ষিতে শহরের বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। বড়দিন উপলক্ষে এবারও তার অন্যথা হচ্ছে না। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, বড়দিনের জন্য পার্ক স্ট্রিট এলাকায় যান নিয়ন্ত্রণ করা হবে।
২৪ ডিসেম্বর বিকেল চারটে থেকে ২৫ ডিসেম্বর ভোর পাঁচটা পর্যন্ত ময়দান ও পার্ক স্ট্রিট এবং সংলগ্ন এলাকায় সমস্ত ধরনের পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। আবার ২৫ ডিসেম্বর বিকেল চারটে থেকে একই বিধিনিষেধ জারি থাকবে। ২৬ ডিসেম্বর সকাল থেকে স্বাভাবিক হবে ওই এলাকার যান চলাচল।
বড়দিনে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হবে পার্ক স্ট্রিটকে। মোতায়েন থাকবে ৩৫০০ পুলিশ। শহরের বিভিন্ন প্রান্তে থাকবে ২৩টি নাকা চেক পয়েন্ট। প্রয়োজনে সেদিন পার্ক স্ট্রিটকে 'ওয়াকিং স্ট্রিটও' করে দেওয়া হতে পারে। নিরাপত্তায় তৈরি রাখা হচ্ছে পিসিআর ভ্যান, হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, রিভার প্যাট্রোলিং এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। শহরের ২৩টি নাকা চেক পয়েন্টও করা হবে।
নিউ মার্কেট, আলিপুর চিড়িয়াখানা, সায়েন্স সিটি-সহ কলকাতার গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলিতে অতিরিক্ত পুলিশকর্মী মোতায়েন করা হবে। পুলিশ সূত্রে খবর, প্রতিটি সেক্টরে একজন করে ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার দায়িত্বে থাকবেন। তা ছাড়া ২৫ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার টহলদারি দেবেন বলে জানা যাচ্ছে।
কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে কোন কোন রাস্তায় পণ্যবাহী যান চলবে না— ১) এজেসি বোস রোড এবং চৌরঙ্গী রোড ক্রসিং উত্তর অভিমুখে, ২) এজেসি বোস রোড ও হরিশ মুখার্জি রোড এবং ক্যাথিড্রল রোড ক্রসিং উত্তর অভিমুখে, ৩) এজেসি বোস রোড ও হসপিটাল রোড ক্রসিং স্ট্র্যান্ড রোড ও গোষ্ঠপাল সরণি ক্রসিং পূর্ব অভিমুখে, ৪) স্ট্র্যান্ড রোড ও অকল্যান্ড রোড ক্রসিং পূর্ব অভিমুখে, ৫) রেড রোড ও মেয়ো রোড এবং ডাফরিন রোড, ক্যাথিড্রল রোড ও ক্যুইন্সওয়ে চৌরঙ্গী ও শেক্সপিয়র সরণি- র মতো রাস্তাগুলো থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।