kolkata

1 year ago

Weather forecast of Bengal: তিলোত্তমায় শীতের আমেজ রয়েছেই, শুধু একটু একটু করে চড়ছে তাপমাত্রা

Kolkata Tram (Symbolic Picture)
Kolkata Tram (Symbolic Picture)

 

কলকাতা, ২৩ ডিসেম্বর: কলকাতা তথা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতের আমেজ বজায় রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা নেমে গিয়েছে অনেকটাই। জেলাগুলির তাপমাত্রা আরও কম রয়েছে। তবে, একটু একটু করে চড়ছে তাপমাত্রার পারদ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বড়দিনে তাপমাত্রা কিছুটা বাড়তে চলেছে। রবিবারের পর থেকে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই তাপমাত্রা বাড়ছে রাজ্যে। উধাও হচ্ছে শীত। শুধু তাই নয়, পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী তিন দিনে, শহরের তাপমাত্রা আরও প্রায় তিন ডিগ্রি বৃদ্ধি পেতে পারে বলে আবহবিদরা জানিয়েছেন। ফলে বড়দিন এবং নতুন বছরের সময় শীতকাতুরে বাঙালি ভাল রকম ঠান্ডা উপভোগ করতে পারবে না বলেই মনে করা হচ্ছে।

You might also like!