kolkata

1 year ago

Howrah : টাকা না দিলে রোগীকে মেরে ফেলার হুমকি!কাঠগড়ায় বেসরকারি হাসপাতাল

Threat to kill the patient From a Hospital (Collected)
Threat to kill the patient From a Hospital (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নগদ টাকা না দিলে রোগীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভযোগ উঠলো এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে।  মেডিক্লেম থাকার পরও নগদ টাকার দেওয়ার চাপ দিচ্ছিলো হাওড়ার একটি বেসরকারি নার্সিংহোম, তবে এ ব্যাপারে মুখ খুলতে চাননি কর্তৃপক্ষ।

গত ১৮ ডিসেম্বর গোলবাড়ি থানা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন হীতাংশ আগরওয়াল। একাধিক সমস্যা নিয়ে তিনি মেডিক্লেমের আওতায় ওই নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। রোগীর স্ত্রী শ্রুতি আগারওয়ালের দাবি, হাসপাতালের তরফে তাঁদের ১২ জানুয়ারি বলা হয় নগদ টাকা দিয়ে রোগীকে বাড়ি নিয়ে যেতে। শুধু তাই নয়, ওপিডি ও আইপিডি প্রধান এম কিউ রাজা নামের এক ব্যক্তি রোগীর কেবিনে ঢুকে কলার ধরে বকেয়া বিলের নগদ টাকা চেয়ে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

এরপরেই স্থানীয় গোলাবাড়ি থানায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। রোগীর পরিবার জানান, ক্রমশ টাকা দিয়ে হাসপাতাল ছেড়ে চলে যাওয়ার জন্য তাঁদের ভয় দেখানো ও নানান হুমকি দেওয়া হচ্ছে। যদি এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বারবার কথা বলার চেষ্টা করলেও তাঁরা ক্যামেরার সামনে কোনও রকম কথা বলতে চাননি। হীতাংশ বলেছেন, “আমার মেডিক্লেম থাকার পরও আমায় ওরা ক্যাশ টাকা দিতে বলছে।”

যদিও সম্পূর্ণ বিষয়টি শোনার পর হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিশলয় দত্ত জানিয়েছেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ ভয়ঙ্কর। তিনি বলেন, “ওই হাসপাতালের বিরুদ্ধে আগেও অভিযোগ এসেছে। সেই সময়ও তদন্ত করা হয়েছিল।”

You might also like!