kolkata

1 year ago

Kolkata News : এবার কলকাতাতেও ট্রাক ও লরি চালকদের বিক্ষোভ, একাধিক রাস্তা অবরুদ্ধ

Protests by truck and lorry drivers also blocked several roads in Kolkata
Protests by truck and lorry drivers also blocked several roads in Kolkata

 

কলকাতা, ২ জানুয়ারি : হুগলির ডানকুনি, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের পর এবার কেন্দ্রীয় পরিবহণ নীতির বিরোধিতায় কলকাতাতেও বিক্ষোভ দেখালেন ট্রাক ও লরি চালকরা। সপ্তাহের দ্বিতীয় কাজের দিনে, মঙ্গলবার কলকাতার খিদিরপুর ও বন্দর এলাকার একাধিক রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে এই বিক্ষোভের জেরে। সকাল ৯টা থেকে খিদিরপুরে সিজিআর রোড ও ডুমায়ুন অ্যাভিনিউয়ের সংযোগস্থলে রাস্তা অবরোধ করেন ট্রাক ও লরি চালকরা।

পরে বন্দর এলাকার রামনগর মোড়, অ্যাসবেস্টস মোড়, হাইড রোড, সিক লেনেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ধর্মতলা অথবা হেস্টিংসের দিক থেকে আসা গাড়িগুলিকে খিদিরপুর ও ডায়মন্ড হারবার রোডের সংযোগস্থল থেকে ঘুরিয়ে দেওয়া হয়। অন্যদিকে, গার্ডেনরিচের দিক থেকে আসা গাড়িগুলিকে ঘোরানো হয় ব্রেস ব্রিজ দিয়ে।


You might also like!