kolkata

1 year ago

Students Counselling : স্কুলপড়ুয়াদের মন চাপমুক্ত রাখত বিশেষ পরামর্শ কলেজের

Students Counselling in College (Symbolic picture)
Students Counselling in College (Symbolic picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বছরের প্রথম সপ্তাহটি রাজ্যের শিক্ষা দফতরের নির্দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ‘স্টুডেন্টস উইক’ হিসাবে পালন করা হচ্ছে। সেই উপলক্ষে বৃহস্পতিবার আশুতোষ কলেজে হয়ে গেল মানসিক স্বাস্থ্য নিয়ে এক আলোচনাসভা। যোগ দিয়েছিল সন্তোষপুর ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠ, মডার্নল্যান্ড গার্লস হাইস্কুল, গরফা ডিএনএম গার্লস হাইস্কুলের প্রায় ১০০ জন ছাত্রী। কী ভাবে মানসিক চাপ থেকে মুক্ত থাকা যায়, মানসিক স্বাস্থ্যের জন্য কাউন্সেলিংয়ের প্রয়োজনীয়তা কতটা— এমন নানা বিষয় নিয়ে আলোচনা করেন ওই কলেজের মনস্তত্ত্ব বিভাগের শিক্ষিকারা।

কী ভাবে মানসিক চাপ কাটিয়ে জীবনে স্বচ্ছন্দে এগিয়ে যেতে হবে বিশেষজ্ঞদের কাছে তারই পরামর্শ পেল অংশগ্রহণকারী স্কুলছাত্রীরা। মানসিক স্বাস্থ্যের বিষয়টি লুকিয়ে না রেখে প্রয়োজনে যথাযথ সাহায্য যে নেওয়া উচিত, তা-ও পড়ুয়াদের বোঝানো হয়।

যৌথ ভাবে ‘স্টুডেন্টস উইক’ পালন করছে নিউ আলিপুর কলেজ এবং উলুবেড়িয়া কলেজও। সেখানে পড়ুয়াদের জন্য আয়োজন করা হয়েছিল মূল্যবোধের শিক্ষা থেকে শুরু করে কেরিয়ার কাউন্সেলিংয়ের।

You might also like!