কলকাতা, ১৬ জানুয়ারি: ঠান্ডায় কাঁপছে গোটা পশ্চিমবঙ্গ, কোথাও কনকনে আবার কোথাও জম্পেশ শীতের আমেজ। শীতের আমেজ রয়েছে মহানগরী তিলোত্তমাতেও, কাঁপছে লাগোয়া জেলাগুলিও। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের মতো পশ্চিমের জেলাগুলি আবার শীতের দাপটে কাঁবু। পুরুলিয়ায় জারি রয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। সামগ্রিকভাবে বলতে গেলে, মঙ্গলবারও শীতে কাঁপল বঙ্গভূমি।
মকর সংক্রান্তির পর ফের নামল তাপমাত্রা। মকর সংক্রান্তিতে কলকাতার তাপমাত্রা বেড়ে হয়েছিল ১৩.৯। মঙ্গলবার কিছুটা নামল তাপমাত্রা, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মাঘের শুরুতেই শীতের পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারে পশ্চিমী ঝঞ্ঝা। রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও নদিয়া জেলায়। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে।