kolkata

1 year ago

Suvendu Adhikari : হাইকোর্টে শর্ত মানলেই ৭ জানুয়ারি নিহতদের শ্রদ্ধা জানাতে নেতাই যেতে পারবেন শুভেন্দু! কী শর্ত দিল কোর্ট

Suvendu Adhikari (File picture)
Suvendu Adhikari (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০১১ সালের ৭ জানুয়ারি লালগড়ের নেতাই গ্রামে সিপিএমের সশস্ত্র শিবির থেকে গুলি চালনার অভিযোগ উঠেছিল। নিহত হয়েছিলেন চার মহিলা-সহ নয় গ্রামবাসী। তার পর থেকে প্রতি বছর ৭ জানুয়ারি নেতাই গিয়ে নিহতদের শ্রদ্ধা জানান শুভেন্দু। তাঁর অভিযোগ, বিজেপিতে যোগ দেওয়ার পর নেতাইয়ে যেতে গিয়ে বাধার মুখে পড়েছেন তিনি।

গত বছর হাই কোর্টের অনুমতিতে সেখানে গিয়েও পুলিশি বাধার মুখে পড়তে হয়েছিল। সেই নিয়ে শাসকদলের দিকে আঙুল তুলেছিলেন তিনি। এ বার আগেভাগে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু।

আগামী ৭ জানুয়ারি, রবিবার নিহতদের শ্রদ্ধা জানাতে নেতাই যেতে পারবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানাল কলকাতা হাই কোর্ট। তবে কিছু শর্ত দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। শুভেন্দুর মামলার প্রসঙ্গে বিচারপতি সেনগুপ্তের পর্যবেক্ষণ, ৭ জানুয়ারি নেতাই শহিদ স্মৃতি রক্ষা কমিটিকে বিকেল সাড়ে ৪টের মধ্যে কর্মসূচি শেষ করতে হবে। শুভেন্দু সেখানে যেতে পারবেন বিকেল ৫টার পর। ৬টা পর্যন্ত কর্মসূচি করতে পারবেন। শুভেন্দুর সঙ্গে নিরাপত্তারক্ষীরা থাকবেন। তবে বেশি লোক থাকতে পারবেন না। শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই কর্মসূচি। তাই স্লোগান দেওয়া যাবে না।

You might also like!