কলকাতা, ১০ জানুয়ারি : উত্তরবঙ্গে ফুলবাড়িতে মহিষের একটি বড় চালান আটক নিয়ে সংশ্লিষ্ট ভিডিও-সহ বুধবার তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর জওয়ানরা ফালাকাটায় ৭টি গাড়ি আটক করার পর থেকে ২ সপ্তাহও পেরোয়নি। গাড়িগুলি গরু ও মহিষের মতো গবাদি পশু পাচারের জন্য ব্যবহার করা হচ্ছিল৷ এখন বিএসএফ-এর জওয়ানরা জলপাইগুড়ি জেলার ফুলবাড়িতে মহিষের একটি বড় চালান আটক করেছে।
‘গরু চোরাচালানকারী ভাইপো গ্যাং’ সর্বদা অভিযানে থাকে, সীমান্তের ওপারে গবাদি পশু পাঠানোর চেষ্টা করে। উত্তরবঙ্গে পুলিশের আইজি তাদের অবৈধ ও অনৈতিক ব্যবসার সুবিধার্থে তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিয়ে আসছে। তবে এখন তারা প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। কারণ সজাগ সীমান্ত নিরাপত্তা বাহিনী অত্যন্ত সতর্ক এবং চোরাচালান রোধে সম্ভাব্য সব পদক্ষেপ নিচ্ছে।”