kolkata

1 year ago

Suvendu Adhikari:ফুলবাড়িতে মহিষের একটি বড় চালান আটক নিয়ে শুভেন্দুর তোপ

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

কলকাতা, ১০ জানুয়ারি  : উত্তরবঙ্গে ফুলবাড়িতে মহিষের একটি বড় চালান আটক নিয়ে সংশ্লিষ্ট ভিডিও-সহ বুধবার তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর জওয়ানরা ফালাকাটায় ৭টি গাড়ি আটক করার পর থেকে ২ সপ্তাহও পেরোয়নি। গাড়িগুলি গরু ও মহিষের মতো গবাদি পশু পাচারের জন্য ব্যবহার করা হচ্ছিল৷ এখন বিএসএফ-এর জওয়ানরা জলপাইগুড়ি জেলার ফুলবাড়িতে মহিষের একটি বড় চালান আটক করেছে।

‘গরু চোরাচালানকারী ভাইপো গ্যাং’ সর্বদা অভিযানে থাকে, সীমান্তের ওপারে গবাদি পশু পাঠানোর চেষ্টা করে। উত্তরবঙ্গে পুলিশের আইজি তাদের অবৈধ ও অনৈতিক ব্যবসার সুবিধার্থে তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিয়ে আসছে। তবে এখন তারা প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। কারণ সজাগ সীমান্ত নিরাপত্তা বাহিনী অত্যন্ত সতর্ক এবং চোরাচালান রোধে সম্ভাব্য সব পদক্ষেপ নিচ্ছে।”


You might also like!