kolkata

3 weeks ago

Bharat Bandh Today: কলকাতায় বিক্ষিপ্ত অশান্তি, গাঙ্গুলিবাগানে পুলিশের সঙ্গে বচসা

CPIM supporters during a rally in support of Bharat Bandh at Jadavpur, Kolkata
CPIM supporters during a rally in support of Bharat Bandh at Jadavpur, Kolkata

 

কলকাতা, ৯ জুলাই : কলকাতায় বনধের বিক্ষিপ্ত প্রভাব পড়ল। যাদবপুর, লেকটাউন, গাঙ্গুলিবাগানে বনধের বিক্ষিপ্ত প্রভাব লক্ষ্য করা গিয়েছে। যাদবপুরের রাস্তায় ধর্মঘটীরা আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান। মিছিল বার হয় গাঙ্গুলিবাগানে। লেকটাউনে পথ অবরোধের চেষ্টা করেন বিক্ষোভকারীরা। তাঁদের হটাতে পুলিশ রাস্তায় নেমেছে। হাওড়া ব্রিজে বনধের তেমন প্রভাব লক্ষ্য করা যায়নি। সরকারি বাস-সহ সমস্ত যানবাহনই স্বাভাবিক নিয়মে চলেছে। এদিকে, গাঙ্গুলিবাগান মোড়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বাম সমর্থকেরা। বামনেতা সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে একটি মিছিল বার হয়। সেই মিছিল গাঙ্গুলিবাগান মোড়ে পৌঁছোনোর পরে উত্তেজনা শুরু হয়। অভিযোগ, বিক্ষোভকারীরা রাস্তার মাঝে টায়ার জ্বালানোর চেষ্টা করেন। তবে তাঁদের বাধা দেয় পুলিশ। শুধু হয় দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটি।

You might also like!