kolkata

1 year ago

ED raid : রেশন দুর্নীতি মামলা : জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতার বাড়িতে অভিযান ইডি-র

ed raid in two places in ration distribution case
ed raid in two places in ration distribution case

 

কলকাতা, ৫ জানুয়ারি : রেশন দুর্নীতি মামলায় আবারও তৎপর হয়ে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই মামলায় শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনায় দুই তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি-র একটি দল পৌঁছেছে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের শ্বশুরবাড়িতে। একই সময়ে অন্য একটি দল সন্দেশখালির এক তৃণমূল নেতার বাড়ির কাছে পৌঁছেছে। ওই তৃণমূল নেতার নাম শাহজাহান শেখ বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, শঙ্কর এবং শাহজাহান, দু’জনেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ। ইডি সূত্রে খবর, রেশন বণ্টন দুর্নীতির মামলাকে কেন্দ্র করেই ওই দুই জায়গায় হানা দিয়েছে ইডি। শুক্রবার সকাল সাতটা নাগাদ বনগাঁর শিমুলতলায় শঙ্করের শ্বশুরবাড়িতে হানা দেয় ইডি। সূত্রের খবর, জ্যোতিপ্রিয়র সৌজন্যেই রাজনীতির ময়দানে প্রবেশ করেন শঙ্কর। ২০০৫ সালে প্রথম বনগাঁ পুরসভার কাউন্সিলর হন। পরে বনগাঁ পুরসভার পুরপ্রধান হন। শঙ্করের স্ত্রীও পুরসভার চেয়ারম্যান ছিলেন।

অন্যদিকে, এদিন সকাল সাতটা নাগাদ সন্দেশখালির সরবেড়িয়ায় শাহজাহানের বাড়ির কাছে পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল। তবে সেই বাড়ি তালাবন্ধ ছিল। অনেক ক্ষণ ডাকাডাকির পরেও কারও সাড়া না মেলায়, সেই বাড়ির তালা ভাঙার চেষ্টা করেন ইডির তদন্তকারী আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীকে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে।


You might also like!