kolkata

1 year ago

Christmas 2023 : বড়দিনে মেট্রো সার্ভিস নিয়ে বড়ো আপডেট দিল রেল

Kolkata Metro Service (File picture)
Kolkata Metro Service (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বড়দিনে মেট্রো সার্ভিস নিয়ে বড়ো আপডেট দিল রেল , কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, বড়দিন উপলক্ষে প্রায় মধ্যরাত পর্যন্ত মেট্রো চলবে কলকাতায়। তবে পরিষেবা শুরু হবে দেরিতে। দিনভর ৮ মিনিট অন্তর মিলবে মেট্রো। চলবেও কম সংখ্যায়। পাশাপাশি ২৪ ডিসেম্বর অর্থাৎ টেট উপলক্ষে সকাল-সকাল শুরু হবে মেট্রো পরিষেবা।

জানা গিয়েছে, ২৫ ডিসেম্বর দক্ষিণেশ্বর বা দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো মিলবে সকাল ৮টা ৫৫ মিনিটে। উলটোদিকের প্রথম মেট্রো ছাড়বে সকাল নটায়। অন্যান্যদিন প্রথম মেট্রো ছাড়ে সকাল ৬টা ৫৫ মিনিটে। অন্যান্য দিন সবমিলিয়ে ২৮৮টি মেট্রো চলে। তবে বড়দিন চলবে মোটে ১৯৭টি মেট্রো। তবে ওইদিন শেষ মেট্রো মিলবে অনেক রাতে।

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে ১০টা ৫৮ মিনিট অর্থাৎ রাত ১১টায়। দমদম থেকে কবি সুভাষগামী মেট্রো ছাড়বে ১১ টা ১০ মিনিটে। আবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো চলবে রাত ১১টায়। আবার কবি সুভাষ থেকে দমদমগামী মেট্রো ছাড়বে রাত ১১টায়। আবার টেটের দিন অর্থাৎ ২৪ ডিসেম্বর সকালে প্রথম মেট্রো মিলবে সকাল ৬টা ৫৫ মিনিটে। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।


You might also like!