গতকাল সকাল থেকেই কুয়াশায় অচ্ছন্ন ছিল দক্ষিণের একাধিক জেলা। আজও একই রকম থাকবে আবহাওয়া। বেশ কিছু জেলায় মেঘলা আকাশ থাকবে।
চলতি সপ্তাহে দু-তিন ডিগ্রি মত বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ,মালদা ও বীরভূম, পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়াতেও। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।
পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে শীতের মাঝেও এই বৃষ্টির সম্ভাবনা বলে আবহাওয়া অফিস সূত্রে খবর। কলকাতাতে আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। ডিসেম্বরে দশ দিন ভালোই স্পেল ছিল। আবারও নতুন করে জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে ১০ জানুয়ারির পর থেকেই।
জানুয়ারির ১০ তারিখের পর থেকে উত্তরের ঠান্ডার ফিল কিছুটা হলেও পেতে পারে দক্ষিণবঙ্গবাসী। বৃষ্টির সম্ভাবনা কেটে গিয়ে শীঘ্রই দক্ষিণবঙ্গে ফের শীতের পূর্বাভাস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর ধীরে ধীরে বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। আগামী মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে।