দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্যে মেট্রো প্রকল্পের কাজ থমকে রয়েছে পুলিশের গাফিলতিতে। লালবাজারের বিরুদ্ধে অভিযোগ কলকাতা মেট্রো রেলের। মেট্রোর অভিযোগ উড়িয়ে দিল কলকাতা পুলিশ। মূলত নিউ গড়িয়া-এয়ারপোর্ট লাইনের মেট্রোর কাজ ঘিরে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। কলকাতা মেট্রোর অভিযোগ, ব্লকেজ দিতে চায় না ট্রাফিক। তার জেরেই থমকে রয়েছে কাজ।
পাল্টা দাবিতে পুলিশ জানিয়েছে, চিংড়িহাটায় একটি ব্লকেজ দেওয়া হয়েছে। তারপরেও ব্লকেজের দাবি রয়েছে মেট্রো রেলের। আশঙ্কা করা হচ্ছে একসঙ্গে দুটো ব্লকেজ দিলে এয়ারপোর্টের রাস্তায় যানজট তৈরি হতে পারে। একধাপ এগিয়ে কলকাতা পুলিশের অভিযোগ, ব্লকেজ চেয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারছে না কলকাতা মেট্রো।