kolkata

1 year ago

Muralidhar Girls College: NAAC-এর A রেটিং পেল মুরলীধর গার্লস কলেজ!

Muralidhar Girls College got A rating from NAAC!
Muralidhar Girls College got A rating from NAAC!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তৃতীয়বারের চেষ্টাতেই ন্যাক (NAAC) থেকে A রেটিং অর্জন করল মুরলীধর গার্লস কলেজ। ২০০৪ সালে প্রথমবারের চেষ্টায় ন্যাক (National Assessment and Accreditation Council) থেকে B+ রেটিং পায় দক্ষিণ কলকাতার এই বিখ্যাত কলেজ। এর দীর্ঘ ১২ বছর পর  আবার রেটিং করে ন্যাক। তাতে B++ রেটিং পায় কলেজটি। এবার সাত বছরের মাথায় ন্যাক A রেটিং দিল মুরলীধর গার্লস কলেজকে। প্রসঙ্গত, কলকাতার মধ্যে খুব কম কলেজরই এই রেটিং রয়েছে।
মূলত পরিকাঠামো ও শিক্ষাব্যবস্থা কতটা উন্নত তার উপর ভিত্তি করে বিভিন্ন রেটিং দেয় ন্যাক। মুরলীধর গার্লস কলেজের বর্তমান অধ্যক্ষা কিঞ্জলকিনি বিশ্বাস হিন্দুস্তান টাইমস বাংলাকে জানালেন কলেজের অত্যাধুনিক পরিকাঠামোর কথা। আট বছর তিনি এই কলেজে। তাঁর সময়ে  ‘কলেজে ২৭ জন প্রফেসর নিয়োগ করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগই নিযুক্ত হয়েছেন কলেজ সার্ভিস কমিশন মারফত। অন্যদিকে বেশ কিছু প্রফেসর ইতিমধ্যে পিএইচডি শেষ করেছেন তাদের। যা শিক্ষা পরিকাঠামোর উন্নয়নে সাহায্য করেছে।’

You might also like!