দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রতিটি মানুষ ও তার কর্মজীবনে , নিজের সংস্থাকে সেচ্ছায় তাঁর মূল্যবান সময় ও শ্রম দিয়ে থাকেন। পরিবর্তে পারিশ্রমিক ও পান ঠিকই, তবে এর পাশাপাশি প্রতিটি মানুষ তার সংস্থায় বিশ্বস্ততার সঙ্গে নিয়োজিত থাকেন এই আশায় যে, নিজের কর্ম জীবনের বিরতির পর নিজের পেনশনের দ্বারা নিজের ভবিষ্যতকে যাতে সুরক্ষিত করতে পারেন।
কিন্তু EPS-95 পেনশনভোগীরা তাঁদের সারভাইভ করার জন্য যতটা জরুরী, তার চেয়ে কম পরিমাণ পেনশন পেয়ে ৭ থেকে ৮বছর ধরে লড়াই করছে। ৮০ লক্ষের কাছাকাছি পেনশনভোগী তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত হয়ে বেঁচে থাকার আশা হারাচ্ছেন।
ঊল্লেখ্য, এই বঞ্চিত সাধারন মানুষদের স্বার্থে Pensioners body EPS-95, জাতীয় আন্দোলনকারী কমিটি যারা আঞ্চলিক থেকে জাতীয় স্তরে গিয়ে প্রতিবাদ করেছে একাধিকবার,এমনকি দিল্লিতেও এই সংক্রান্ত আলোচনা হয়েছে। যার উপর ভিত্তি করে ইতিমধ্যেই সংসদের শাসক এবং বিরোধী পার্টির সদশ্যদের উদ্দেশ্যে এই সংক্রান্ত স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।
যেহেতু EPS-95 পেনশনভোগীরা যারা জাতীয় উন্নতির স্বার্থে কর্ম করেছে। তারা আজ কম পেনশন পেয়ে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন। এই প্রতিবেদন পুনরায় এই বিষয়টি উভয় সরকারের দৃষ্টিগোচরে আনবে। এবং সরকারের সিদ্ধান্তে অবশ্যই পেনশন ভোগীরা লাভবান হবেন বলে আশা করা যায়।