কলকাতা, ১২ জুন : “আজ আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর পেয়ে আমি হতবাক এবং গভীরভাবে মর্মাহত।” বৃহস্পতিবার দুপুরে এক্স হ্যান্ডলে এই মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি লিখেছেন, “এটি আমাদের সকলের জন্য একটি অত্যন্ত দুঃখজনক সংবাদ এবং আমি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। জীবিতদের বিস্তারিত জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা। প্রার্থনা করছি সকলে বেঁচে থাকুন। লন্ডনগামী বিমানের ওড়ার সময় এই দুর্ঘটনা আমাকে নাড়া দিয়েছে। আমি দুঃখিত। আমরা মৃতের সঠিক পরিসংখ্যান এখনও জানি না। সংবাদমাধ্যমের ইঙ্গিত, বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন। এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।
Stunned and profoundly shocked to know of the most tragic Air India plane crash at Ahmedabad today. It is a most sad news for all of us, even while we anxiously wait for survivors details and pray for survival of all.
— Mamata Banerjee (@MamataOfficial) June 12, 2025
The crash during take- off of the London- bound plane has…