কলকাতা, ২৪ জানুয়ারি : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় বিরোধী জোটে ক্রমে একঘরে হয়েএকলা চলার পথ ধরলেন। বুধবার তিনি এক্স হ্যান্ডেলে এ কথা লিখেছেন বিজেপি-র এ রাজ্যের সহ পর্যবেক্ষক অমিত মালব্য।
তিনি লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে একা লড়াই করার সিদ্ধান্ত হতাশার লক্ষণ। তাঁর রাজনৈতিক মাঠ ধরে রাখতে না পেরে, তিনি ভোটের পরেও প্রাসঙ্গিক হতে পারেন এই আশায় সব আসনে লড়তে চান। তাঁর ইচ্ছার বিরুদ্ধে, বিরোধী জোটের মুখ হিসেবে আবির্ভূত হওয়ার জন্য, কেউ তাঁর নাম প্রস্তাব করেনি। একটি জাতীয় প্রোফাইল তৈরি করার জন্য দিল্লিতে তাঁর বেশ কয়েকটি ভ্রমণ কাজ করেনি।
তিনি ভোট-পরবর্তী হিংসার রক্তকে আড়াল করতে পারেননি এবং তুষ্টির রাজনীতির বমি বমি ভাব থেকে নিজেকে মুক্ত করতে পারেননি। একজন বিব্রত মমতা, মুখ বাঁচাতে, মল্লিকার্জুন খার্গের পক্ষে দাঁড়ান, নিজেকে এই প্রক্রিয়া থেকে বাদ দেন। তিনি বুঝতে পেরেছিলেন, তার ধোঁকা সত্ত্বেও বিরোধী শিবিরে তার কোন ওজন নেই। দীর্ঘ সময় ধরে ছিটকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। রাহুল গান্ধীর সার্কাস বাংলায় আসার ঠিক আগেই যে তাঁর একা যাওয়ার ঘোষণা আসে, তা আইএনডিআই জোটের জন্য মৃত্যুঘটিত।”