kolkata

1 year ago

Madan Mitra: অপারেশনের পর মদনের শারীরিক অবস্থার অবনতি

Madan Mitra
Madan Mitra

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অস্ত্রোপচার হয়ে গিয়েছে। এখন আপাতত স্থিতিশীল কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র।বৃহস্পতিবার রাতে আবারও খিঁচুনি হয় মদনের। অস্ত্রোপচারের পর খিঁচুনি হ‌ওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন চিকিৎসকেরা। তবে আপাতত স্থিতিশীল রয়েছেন মদন। গত সপ্তাহে বৃহস্পতিবার রাতেই খিঁচুনি হওয়ায় পড়ে যান মদন মিত্র। বাঁ কাঁধের হাড় ভাঙে কামারহাটির তৃণমূল বিধায়কের। তার অস্ত্রোপচার হয়। এরপর আবারও খিঁচুনি। এস‌এসকেএমের আইটিইউয়ে চিকিৎসাধীন তিনি।বৃহস্পতিবার রাতে আবারও খিঁচুনি হয় মদনের। অস্ত্রোপচারের পর খিঁচুনি হ‌ওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন চিকিৎসকেরা। তবে আপাতত স্থিতিশীল রয়েছেন মদন। গত সপ্তাহে বৃহস্পতিবার রাতেই খিঁচুনি হওয়ায় পড়ে যান মদন মিত্র। বাঁ কাঁধের হাড় ভাঙে কামারহাটির তৃণমূল বিধায়কের। তার অস্ত্রোপচার হয়। এরপর আবারও খিঁচুনি। এস‌এসকেএমের আইটিইউয়ে চিকিৎসাধীন তিনি।

গত কয়েক সপ্তাহ ধরে শরীর ভোগাচ্ছিল মদন মিত্রের। এরপরই শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে যাওয়ায় এসএসকেএমে ভর্তি করা হয় তাঁকে। যেদিন হাসপাতালে ভর্তি হন, সেদিনও বিধানসভায় গিয়েছিলেন তিনি। যদিও ওইদিন শারীরিক অসুস্থতার মধ্যেও বিধানসভায় গিয়েছিলেন মদন। পরে অসুস্থতা বাড়লে ভর্তি করা হয় এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে। হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেও একাধিকবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে।


You might also like!