kolkata

1 year ago

DYFI Brigade Meeting: ব্রিগেড ভরাতে বাম যুবদের নয়া প্যারোডি ‘ডিম পাউরুটি’!

DYFI's brigade rally (File Picture)
DYFI's brigade rally (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৭ জানুয়ারি ডিওয়াইএফআইয়ের ব্রিগেড সমাবেশ ঘিরে সাজ সাজ রব।আর এই আসন্ন ব্রিগেড মিছিল কে কেন্দ্র করে বাম যুবরা বানিয়ে ফেললেন  ‘প্রজাপতি’ ছবির ‘ডিম-পাউরুটি’ গানের প্যারোডি।

‘ডিম-পাউরুটি গানটির প্যারোডি  ইতি মধ্যেই সোশাল মিডিয়ায় দিয়েছে ডিওয়াইএফআই। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের প্রোফাইলেও রয়েছে ওই গান। ‘প্রজাপতি’ ছবির ‘ডিম-পাউরুটি’ গানটির বেশ কিছু সংলাপ অবিকল ব্যবহার হয়েছে বামেদের প্যারোডিতে। ওই প্যারোডিতে তৃণমূল এবং বিজেপি দুই শিবিরকে আক্রমণ করা হলেও তৃণমূল বিরোধিতার ঝাঁজই যেন বেশি। উল্লেখ্য, এর আগে ২০২১ সালের বিধানসভা ভোটের আগে সংযুক্ত মোর্চার ব্রিগেডে বামেরা ব্যবহার করেছিল 'টুম্পা সোনা' গানের প্যারোডি।

আসন্ন ব্রিগেড প্রসঙ্গে বামফ্রন্ট চেয়ারম‌্যান বিমান বসু বলেন , তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। ব্রিগেড ভরাতে হবে কালো মাথা দিয়ে। সম্ভবত সেকারণেই অতি আধুনিক গানের প্যারোডি তৈরি করে সেটা সোশাল মিডিয়ায় ছাড়া হচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ব্রিগেড সভার প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়েছিলেন। ব্রিগেডে দাঁড়িয়েই তিনি একযোগে আক্রমণ করেন তৃণমূল-বিজেপিকে। এর আগে বুধবার সিপিএমের যুব সংগঠনের নেতারা এদিন ব্রিগেডে সভাস্থল পরিদর্শন করেন। প্রস্তুতি দেখেন মিনাক্ষী মুখোপাধ‌্যায়, ধ্রুবজে‌্যাতি সাহা, কলতান দাশগুপ্তরা। ছিলেন সিপিএমের কলকাতা জেলার নেতারাও। ডিওাইএফআইয়ের ডাকে ব্রিগেড সমাবেশ। সেখানে সংগঠনের রাজ‌্য সম্পাদক মিনাক্ষীর মুখকে সামনে রেখেই রাজ‌্যজুড়ে প্রচার চলছে। 

You might also like!