kolkata

1 year ago

Kolkata Brigade DFYI meeting: ভিড়ে ভর্তি ব্রিগেড; চারিদিক 'লালময়', শুরু হয়ে গেল বাম ছাত্রযুবর 'ইনসাফ সমাবেশ'

DYFI Meeting (Collected)
DYFI Meeting (Collected)

 

কলকাতা, ৭ জানুয়ারি : কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে শুরু হয়ে গিয়েছে বাম ছাত্রযুবর ‘ইনসাফ সমাবেশ’। ভিড়ে ভর্তি ব্রিগেডে বামপন্থী যুবদের কর্মসূচির শুরুতেই অবশ্য চমকের পালা ছিল। কর্মসূচির ‘শুভসূচনা’ ঘোষণাকারী উদ্বোধনী সঙ্গীত হিসাবে ধ্বনিত হতে শুরু করে ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটি। আসন্ন লোকসভা ভোটের আগে ব্রিগেডের মঞ্চ থেকেই শক্তি প্রদর্শন করতে চাইছে সিপিএম। যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে ‘ইনসাফ সমাবেশ’-এ লোক এসেছেন বহু দূর দূর থেকে। ছুটির দিন ভিড়ে ঠাসা ছিল ট্রেন, বাস, মেট্রো। ব্রিগেড প্যারেড ময়দান চারিদিক শুধুই 'লালময়'।


রবিবারের এই সমাবেশের আগে শনিবার রাতে বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাসভবনে গিয়েছিলেন যুব সংগঠনের রাজ্য নেতৃত্ব। বুদ্ধদেবের বাড়ি থেকে বেরিয়ে মিনাক্ষী বলেন, ‘‘উনি আমাদের হাত ধরে বলেছেন রবিবার ভাল ব্রিগেড হবে। বড় ব্রিগেড হবে।’’ রবিবার সকালে ব্রিগেডের উদ্দেশে বিভিন্ন জেলা থেকে রওনা হন বাম সমর্থকেরা। রেল, সড়ক, জলপথে কলকাতার পথে ছিলেন বাম সমর্থকেরা। শিয়ালদহ, হাওড়া স্টেশনে বহু মানুষের ভিড় দেখা যায়, ছুটির দিনে যা বিরল।


প্রসঙ্গত, প্রতি বার ব্রিগেডে যে দিকে মঞ্চ হয় বামেদের, এ বার তার মুখ ঠিক উল্টো দিকে। রবিবারের মঞ্চ গড়া হয়েছে ভিক্টোরিয়ার দিকে মুখ করে। এর ফলে ধন্দে পড়েছেন জেলা থেকে আসা বাম সমর্থকেরা। রেড রোড দিয়ে এসে তাঁরা ভিড় করছেন মঞ্চের পিছনে। তাই গানের মাঝেই মিনাক্ষী কর্মীদের সামনের দিকে এগিয়ে আসার আবেদন করলেন। তিনি বললেন, ‘‘আগে মাঝমাঠের দখল নিন।’’ উল্লেখ্য, সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ৫০ দিনের ‘ইনসাফ যাত্রা’ শেষ হয়েছিল গত ২২ ডিসেম্বর। এর পর নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার ব্রিগেডে হল ‘ইনসাফ সমাবেশ’।

You might also like!