কলকাতা : অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। রবিবার রাতে দিল্লিতে বিজেপির সদর দফতর থেকেই ঘোষণা করা হল বাংলার ১৯টি আসনের প্রার্থীদের নাম। প্রত্যাশা মতোই এই তালিকায় লোকসভা প্রার্থী হিসাবে নাম রয়েছে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতেযোগ দেওয়া তাপস রায় এবং অর্জুন সিংয়ের। রয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামও।একনজরে দেখে নেওয়া যাক ঘোষিত ১৯ জন প্ৰার্থীর নাম :-
উত্তর কলকাতা – তাপস রায়
দক্ষিণ কলকাতা—দেবশ্রী চৌধুরী
দমদম – শীলভদ্র দত্ত
ব্যারাকপুর – অর্জুন সিং
বর্ধমান দূর্গাপুর – দিলীপ ঘোষ
বর্ধমান পূর্ব – অসীম সরকার
মেদিনীপুর – অগ্নিমিত্রা পাল
রায়গঞ্জ – কার্তিক পাল
শ্রীরামপুর – কবীর শঙ্কর বোস
আরামবাগ – অরূপকান্তি দিগা
তমলুক – অভিজিৎ গঙ্গোপাধ্যায়
বসিরহাট – রেখা পাত্র
বারাসত – স্বপন মজুমদার
কৃষ্ণনগর – অমৃতা রায়
জলপাইগুড়ি – জয়ন্ত রায়
দার্জিলিং – রাজু বিস্তা
জঙ্গিপুর – ধনঞ্জয় ঘোষ
মথুরাপুর – অশোক পুরকাইত
উলুবড়িয়া – অরুণ উদয় পাল চৌধুরী