kolkata

1 year ago

Mamata Banerjee : অর্জুন-সোমনাথ মনোমালিন্যের মাঝেই দলকে অক্সিজেন জোগাতে জেলায় সভা মমতার

Mamata Banerjee (File Picture)
Mamata Banerjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তৃণমূলের দুই বাঘা বাঘা নেতাঅর্জুন সিং ও সোমনাথ শ্যামকে ঘিরে জোর চর্চা চলছে উত্তর ২৪ পরগনা জেলার রাজনীতির অন্দরমহলে।যা নিয়ে চিন্তার ভাঁজ পড়ছে তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলার কোর কমিটির অন্দরেও। এদিকে সামনেই দেগঙ্গার চাকলায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। আগামী ২৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) চাকলায় আসছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। লোকসভা ভোটের মুখে যখন জেলার দুই হেভিওয়েটের ঠোকাঠুকিতে অস্বস্তি বাড়ছে দলের অন্দরে, তখন দলনেত্রীর এই সভা নীচু তলার কর্মীদের মধ্যে অক্সিজেট জোগাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

মঙ্গলবার মন্ত্রী সুজিত বসু, রথীন ঘোষ, পার্থ ভৌমিক-সহ জেলা তৃণমূলের অন্যান্য নেতা-বিধায়করা এসেছিলেন চাকলার সভাস্থল পরিদর্শন করতে। প্রস্তুতি পর্ব খতিয়ে দেখেন তাঁরা। সুজিত বসু জানান, লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর জেলা সফর কর্মীদের কাছে বড় প্রাপ্তি। সকলেই খুব উৎসাহিত। তবে ব্যারাকপুরে অর্জুন-সোমনাথের ঠোকাঠুকি নিয়ে বিশেষ মন্তব্য করতে চাইলেন না মন্ত্রী সুজিত বসু। বললেন, “এসব কোনও ব্যাপার নয়। তৃণমূলের পরিবার একই আছে। পরিবারের মধ্যেও কিছু অশান্তি থাকে। ওখানেও কিছু সমস্যা হয়েছে, ওটা দেখে নেওয়া যাবে।” তাঁর বক্তব্য, এই বিষয়টি কোর কমিটির দেখার বিষয় নয়। দলের শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে। যদি কোথাও কিছু হয়ে থাকে, সেটি শৃঙ্খলা রক্ষা কমিটি দেখবে।

এদিকে অর্জুন সিং দাবি করেছেন, দলের রাজ্য় সভাপতি সুব্রত বক্সি তাঁকে চুপ থাকার জন্য বলেছেন। তবে এই নিয়ে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। আজ পার্থ ভৌমিককে ব্যারাকপুর ইস্যুতে প্রশ্ন করা হলে, তিনিও এই বিষয়ে বিশেষ আমল দিতে নারাজ। তাঁরও বক্তব্য, ‘সুব্রত বক্সি যা বলেছেন, সেটা সবাই মানতে বাধ্য।’ মন্ত্রী রথীন ঘোষও জানাচ্ছেন, বিষয়টি দলের ‘সর্বোচ্চ নেতৃত্ব’ দেখছে।

You might also like!