কলকাতা, ২৭ মার্চ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগ উঠেছে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে। দিলীপের কদর্য মন্তব্যের জন্য তাঁকে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে শোকজ নোটিস ধরানো হয়েছে। যত দ্রুত সম্ভব এ হেন আচরণের ব্যাখ্যাও চাওয়া হয়েছে দলের তরফে। এই শোকজ পাঠানো প্রসঙ্গে বুধবার সকালে দিলীপ ঘোষ বলেছেন, "হ্যাঁ, আমি উত্তর দেব। চিঠির মাধ্যমে নোটিশের উত্তর দেব।"
উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাতে দিলীপকে এই শোকজ পাঠানোর বিষয়ে জানা যায়। বিজেপির মহাসচিব অরুণ সিংয়ের স্বাক্ষরিত ওই শোকজ নোটিসে মুখ্যমন্ত্রীর প্রতি দিলীপের মন্তব্যের নিন্দা করে বলা হয়েছে, “মাননীয় দিলীপ ঘোষ, আপনার আজকের বক্তব্য অশোভনীয় এবং অসংসদীয়। ভারতীয় জনতা পার্টির নীতির পরিপন্থীও। দল এই বক্তব্যের নিন্দা করছে। সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশানুসারে আপনি যত দ্রুত সম্ভব আপনার আচরণের ব্যাখ্যা দিন।” উল্লেখ্য, দুর্গাপুর শহরে প্রাতর্ভ্রমণে বেরিয়ে দিলীপ মঙ্গলবার মমতাকে আক্রমণ করেন বলে অভিযোগ।