হাওড়া ময়দান, ১৭ ডিসেম্বর : হাওড়া ময়দানের পঞ্চান্নতলা এলাকায় একটি বাড়িতে আগুন । দাউদাউ করে জ্বলছে বাড়িটি ।কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে।
ঘটনাস্থল সেখানেই একটি চায়ের দোকান লাগোয়া বাড়িতে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে। এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। তবে কী থেকে আগুন ছড়িয়েছে তা এখনও স্পষ্ট নয়।দমকল কর্মী সোমনাথ প্রামাণিক বলেছেন, “পাশে চায়ের দোকান রয়েছে। সেখান থেকেও লাগতে পারে। এখন পর্যন্ত কেউ আহত হয়নি। তবে কী থেকে লেগেছে তা তদন্ত সাপেক্ষ।” শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকলের দু’টি ইঞ্জিন এখনও আগুন নেভানোর কাজ করছে। তবে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও। সম্পূরণ পরিস্থিতি আয়ত্তে আনতে বেগ পেতে হচ্ছে।
এলাকাবাসী জানিয়েছেন, বাড়িটি তালা বন্ধ ছিল। তাই বাড়ির ভিতরে কেউ না থাকায় তেমন কোনও বড় দুর্ঘটনা ঘটেনি।