kolkata

1 year ago

Firhad Hakim: হাসপাতালে ভর্তি মেয়র ফিরহাদ হাকিম! কেমন আছেন মেয়র?

Firhad Hakim  (File Picture)
Firhad Hakim (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম মারাত্মক কোমরের যন্ত্রণা নিয়ে ভর্তি হলেন হাসপাতালে। সোমবার সন্ধ্যায় যন্ত্রণা অসহ্য পর্যায়ে পৌঁছোনোয় তড়িঘড়ি মেয়রকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বাইপাসের ওই বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, ফিরহাদের কোমরে একটি বিশেষ ইনজেকশন দেওয়া জরুরি। মূলত সে জন্যই অন্তত একদিন তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে হবে। তবে আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে মহানাগরিকের। কেবলমাত্র ওই ইনজেকশনটি দিতেই আপাতত এক রাতের জন্য তাঁকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। সব ঠিক থাকলে, মঙ্গলবারই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। 



You might also like!