kolkata

1 year ago

Howrah Accident : হাওড়ায় 'হিট অ্যান্ড রান', রাতের রাস্তায় লরি পিষে দিয়ে গেল দুই পুলিশ কর্মীকে

Howrah Accident
Howrah Accident

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি সংসদে পাস হয়েছে নয়া ফৌজদারি আইন। যেখানে বলা হয়েছে হিট অ্যান্ড রানের ক্ষেত্রে ১০ বছরের কারাদণ্ডের কথা। তার প্রতিবাদের সম্প্রতি দেশের বিভিন্ন রাস্তায় লরি থামিয়ে বিক্ষোভ দেখান চালকরা। তাঁদের বিক্ষোভে কার্যত অচল হয় দেশের অর্থনীতি। সেই বিক্ষোভ থামাতেই কেন্দ্রীয় প্রতিশ্রুতিতে তা তুলেও নেওয়া হয়।

কিন্তু তার ২৪ ঘণ্টার মধ্যেই হিট অ্যান্ড রানের বলি হলেন রাজ্যের দুই পুলিশ কর্মী। হাওড়ার উলুবেড়িয়ায় কর্তব্যরত অবস্থায় লরির ধাক্কায় প্রাণ গেল সাব ইন্সপেক্টর সুজয় দাশ এবং হোমগার্ড পলাশ সামন্তের। এই ঘটনায় আহত আরও দুই। জানা গিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে কোলাঘাটের দিক থেকে আসা একটি লরি তাঁদের পিষে দিয়ে পালিয়ে যায়।

এরপর বাগনান থানার পুলিশ এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে সুজয় এবং পলাশকে মৃত বলে ঘোষণা করা হয়। আর দুই পুলিশ কর্মী গুরুতর আহত হওয়ায় তাদের উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে ভর্তি করা হয়। হাসপাতালে দেখা করেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। স্থানীয় বাসিন্দারাই প্রথমে বাগনান থানায় খবর দেন।

You might also like!