kolkata

1 year ago

Fraud : শেয়ার মার্কেট থেকে মোটা টাকা পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার চার

4 Arrested in  Fraud Case (Symbolic PIcture)
4 Arrested in Fraud Case (Symbolic PIcture)

 

বরাকর, ১২ জানুয়ারি  : প্রলোভনের ফাঁদে পা দিয়ে মোটা টাকার টাকা খোয়ালেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমানের বরাকরের মনবেড়িয়ার বাসিন্দা আশুতোষ কুমার ঝাঁ এর সাথে। আশুতোষ কুমার ঝাঁ কিছুদিন আগে একটি বেসরকারি ব‍্যাঙ্কে ডিমেট অ্যাকাউন্ট খোলে শেয়ারে লগ্নির জন‍্যে। তারপর তার কাছে ব‍্যাঙ্কের নাম করে উড়ো ফোন আসে বেশ কয়েকবার। যেখানে তাকে মোটা অঙ্কের বিনিয়োগে বেশি লাভের আশ্বাস দেওয়া হয়।

সেইমত তিনি তাদের হাতে কয়েক ধাপে ৫ লাখ টাকা তুলে দেন। কিন্তু এরপরেই তিনি তার ব‍্যাঙ্কে পৌঁছে খোঁজ নিয়ে জানতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। শেষ পর্যন্ত তিনি টাকা ফেরতের আশায় নতুন ফন্দি করেন। যেখানে তিনি উড়োফোনকারীদের আরো ৫ লাখ নগদ দেওয়ার আশ্বাসে কুলটির চৌরঙ্গি ফাঁড়ির কাছে প‍্যানোরমা পার্কের সামনে ডেকে পাঠান। একই সাথে চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশকে বিষয়টি জানান। চৌরঙ্গীফাঁড়ির পুলিশ আশুতোষ ঝাঁ এর অভিযোগের ভিত্তিতে নরেশমণ্ডল, প্রবীর মজুমদার,বিজয়প্রসাদ ও স্বরূপ মল্লিক নামের চারজনকে গ্রেফতার করে। শুক্রবার অভিযুক্তদের আসানসোল আদালতে তোলা হয় । পুলিশ ঘটনার তদন্তের স্বার্থে সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন করেন।

You might also like!