kolkata

1 year ago

Weather Update: ভরা ডিসেম্বরেও যেন ‘বসন্ত জাগ্রত দ্বারে', হাড় কাঁপানো ঠান্ডা কবে ফিরবে বঙ্গে?

Weather Update
Weather Update

 

কলকাতা, ৩০ ডিসেম্বর : বছর শেষ হতে আর মাত্র একদিন বাকি, অথচ দক্ষিণবঙ্গে শীতের দেখা নেই। কলকাতার তাপমাত্রা রয়েছে ১৭ ডিগ্রির ওপরেই। একইরকম আবহাওয়া দক্ষিণবঙ্গের অন্যত্রও। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গে আপাতত শীতের দেখা না মিললেও, বর্ষশেষ ও নতুন বছরের শুরুটা দার্জিলিং অথবা কালিম্পঙে থাকলে হাতে রাখতে হতে পারে ছাতা। কারণে এই সময়ে পাহাড়ে হতে পারে তুষারবৃষ্টি।

আর কলকাতা অথবা দক্ষিণবঙ্গে এই সময়ে শীত পোশাক শরীরের পরিবর্তে রাখতে হবে আলমারিতেই। দুই বঙ্গে এবার দু’রকম আবহাওয়ায় হবে বর্ষবরণ। শীতের উৎসবের মরসুমে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এমনই ইঙ্গিত মিলেছে। পারদ পতনের সম্ভাবনা কম। শীতের পোশাক পরতে না পেরে মন খারাপ শহরবাসীর। শীত ফিরবে কবে, সেই উত্তর আপাতত অজানা।

You might also like!