কলকাতা, ১২ জানুয়ারি : ইডির তল্লাশি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। শুক্রবার সকাল থেকে ইডির সক্রিয়তা নিয়ে এমনই প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।
যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ইডির তল্লাশি চলছে, তাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে আখ্যা দিয়ে তিনি বলেন, আজ আবার ইডির তল্লাশি শুরু হয়েছে। সবটাই চলছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েই। গোটা ঘটনা ঘটছে বিজেপির অঙ্গুলিহেলনে। বিজেপির তৈরি করে দেওয়া প্রতিহিংসার রাজনীতির স্ক্রিপ্টের উপর দাঁড়িয়ে চলছে অভিযান।
কুণাল সংবাদমাধ্যমকে বলেন, যেভাবে সুজিত বসু, তাপস রায় ও সুবোধ অধিকারীর বাড়িতে রেইড হচ্ছে, তাতে বোঝা যাচ্ছে বিজেপি নেতারা তাঁদের প্রতিদ্বন্দ্বীদের তালিকা এজেন্সির কাছে পৌঁছে দিচ্ছেন। এজেন্সিকে দিয়ে একটি নেতিবাচক পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে। বিজেপি পারছে না লড়তে, বিজেপি হেরে যাচ্ছে৷ আর হার বাঁচাতেই তারা ব্যবহার করছে ইডি ও সিবিআইকে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে দিয়ে বিরোধীদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করে এদিন কুণাল ঘোষ বলেন, "আমরা এই ঘটনার নিন্দা করছি এবং বলছি এফআইআর নেমড শুভেন্দু অধিকারী, কেন তাঁর বাড়িতে রেইড হচ্ছে না ।"