kolkata

1 year ago

Sujit Bose: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে সুজিত বসুর বাড়িতে ইডি

Sujit Bose (File Picture)
Sujit Bose (File Picture)

 

কলকাতা, ১২ জানুয়ারি: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের দমকল মন্ত্রী তথা শাসক দল তৃণমূলের অন্যতম হেভিওয়েট নেতা সুজিত বসুর বাড়িতে হাজির ইডি। শুক্রবার সকাল ৭টার কিছু আগেই ইডির বেশ কয়েকজন আধিকারিক পৌঁছে যায় লেক টাউনে মন্ত্রীর বাড়িতে।

জানা গেছে, শুক্রবার ভোর থেকে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। এদিন ভোরে সিজিও কমপ্লেক্স থেকে বেরোয় একাধিক টিম। এরপর একটি টিম পৌঁছে যায় সুজিত বসুর বাড়িতে । বাড়ির চারপাশ ঘিরে ফেলে সিআরপিএফ জওয়ানরা। মন্ত্রীর পরপর দুটি বাড়ি রয়েছে। দুটিকেই কেন্দ্রীয় বাহিনী ঘিরে রাখে। যদিও মন্ত্রীর বাড়িতে ঢুকতে এদিন বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হয় ইডি আধিকারিকদের। বারবার কলিং বেল বাজানোর পরও দরজা খুলছিলেন না কেউ। ওপার থেকে এক ব্যক্তির গলা শোনা গেলেও দরজা খুলতে রাজি ছিলেন না তিনি। বিভিন্ন রকমের অজুহাত দিয়ে সময় চাওয়া হচ্ছিল। কিন্তু সময় দিতে রাজি হননি ইডি অফিসার। এক আধিকারিক বাইরে থেকে বলতে থাকেন, ‘চাবি এনে দরজা খুলুন।’ এরপর দরজা খুলে দেওয়া হয়। একে একে ভিতরে প্রবেশ করেন অফিসাররা।

প্রসঙ্গত, দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। আর যে সময় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ সামনে আসে, সেই সময় ওই পুরসভার উপ পুর প্রধান ছিলেন সুজিত বসু। অয়ন শীল গ্রেফতার হওয়ার পর সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করার কথা ভেবেছিল সিবিআই। গত বছরের আগস্ট মাসে তলব করা হয়েছিল মন্ত্রী সুজিত বসুকে। তবে সেই সময় হাজিরা দেননি সুজিত। আর এবার মন্ত্রীর বাড়িতে হাজির হয়েছে ইডি।

You might also like!